স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় ব্যাটারী চালিত টমটমে অতিরিক্ত মালামাল বহন করলে পার্কিং লাইসেন্স বাতিল করবে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এক বিবৃতিতে জানান- পৌরসভার নিয়ম অনুযায়ী কোন ব্যাটারী চালিত টমটম অতিরিক্ত মালমাল বহন করতে পারবে না। কিন্তু সম্প্রতি কিছু কিছু টমটম অতিরিক্ত মালমাল বহন করছে। তিনি বলেন,‘যদি কোন টমটম কোন প্রকার অতিরিক্ত মালামাল বহন করে তবে সেই টমটমের পার্কিং লাইসেন্স বাতিল করা হবে। সাথে সাথে ওই টমটমের চালক/মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com