চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক রাজমিস্ত্রীর ঠিকাদারকে মারধোর করে অর্থকড়ি লুট করেছে একদল লোক। জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের নালমুখ বাজারের ভাই ভাই কাপড়ের দোকানের সামনে উপজেলার গোবিন্দপুর গ্রামের মফিজ আলীর ছেলে রাজমিস্ত্রীর ঠিকাদার ছমির হোসেন (৪৩)কে গতিরোধ করে মারধর করে একদল লোক। এতে ছমির হোসেন আহত হন। পরে তার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। আহত ছমির হোসেন জানান, গোবিন্দপুর গ্রামের হাছান আলীর ছেলে জাকির হোসেন (২৬), একই গ্রামের মজলু মিয়ার ছেলে মোহন মিয়া (৩০), মোহাম্মদ আলীর ছেলে শাকিল মিয়া (২২), ইমান আলী (২০) আমাকে মারধোর করে নগদ ২৭হাজার ৫শ টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com