স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও সুনামগঞ্জ র্যাব পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদ ও গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে সুনামগঞ্জ জেলার সদর থানার নীলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪০২ বোতল বিদেশী মদসহ গোপালগঞ্জ জেলার সদর থানার পুকুরিয়া এলাকার বাসিন্দা মোঃ লেবু শেখের ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সুলতান শেখকে (৩০) গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বুধন্তি ইউপিস্থ ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ মৌলভীবাজার জেলার সদর থানার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মৃত নূর মিয়ার ছেলে মাদক কারবারি আল আমিন মিয়াকে (৪৬) গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত মাদকসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com