সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জ্ঞান সৃষ্টি ও গবেষণায় এগিয়ে থাকতে হবে। অন্যান্য প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কার্য পরিধির মূল পার্থক্য হলো তাঁদের জ্ঞান সৃষ্টি ও গবেষণা কর্মে। শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলতে হলে শিক্ষকদের জ্ঞানসমৃদ্ধ, কুশলী ও দক্ষ হতে হবে। যোগ্য, দক্ষ ও গবেষণাকর্মে একাগ্র শিক্ষকদের অবদানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে। এখানে শিক্ষার্থীদের কেবল শ্রেণিকক্ষ ও বই পুস্তকের মাঝে আবদ্ধ রাখা হয় না। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, জ্ঞান সৃষ্টি, চিন্তা, বিবেচনাবোধ ও জানার পরিসর থাকবে ব্যাপক। শিক্ষকদের কেবল শিক্ষার্থীদের কাছে নয়; সমাজের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হতে হবে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত নতুন যোগদানকারী বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের দুই দিনব্যাপী ইনডাকশন প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক দেবাশিষ রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, ইংরেজী বিভাগের প্রধান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. রমা ইসলাম প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com