স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা বাজারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইকবাল মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান।
গতকাল শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত ইকবাল মিয়া বুল্লা এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন তিনি।
স্থানীয় লোকজন জানান, নরসিংদী থেকে একটি ট্রাক শুক্রবার দুপুরে লাখাইয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বুল্লা বাজারের আল আকসা সুপার মার্কেটে ঢুকে পড়ে। এ দুর্ঘটনায় ইকবাল মিয়ার ফ্লেক্সি লোডের দোকান, স্বপন দাসের সেলুন ও আকিব হোমিও হোম ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ব্যবসায়ী ইকবাল মিয়া আহত হলে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
চালকসহ দুর্ঘটনা কবলিত ট্রাকটি ঘটনাস্থলেই ছিল। চালক নাদিম মিয়া নরসিংদীর বেলাবো উপজেলার চর শায়েক গ্রামের মোহর আলীর ছেলে।
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, সড়কে থাকা ব্যাটারিচালিত ইজিবাইককে পাস দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com