শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে নিক্ষেপ করে ব্যবসায়ীর বাসায় চুরি ॥ পরিবারের ৭ জন অসুস্থ
মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের ওয়ার্কশপ এলাকায় চেতনানাশক স্প্রে নিক্ষেপ করে ব্যবসায়ী কামরুল হক চৌধুরীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তদের চেতনানাশক স্প্রেতে বাসায় বসবাসকারী ৭জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে নিক্ষেপ করে বাসার লোকজনকে অজ্ঞান করে জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে শুক্রবার সকালে থানা পুলিশ ও স্থানীয় লোকজন বাসায় এসে অজ্ঞান হয়ে পড়া ব্যক্তিদেরকে উদ্ধার করেন। এর আগে পৌরসভার ৮নং ওয়ার্ডের ৪টি বাসায়, ৭নং ওয়ার্ডের ২টি বাসায় ও ২নং ওয়ার্ডের একটি বাসায় একই পদ্ধতিতে চুরি সংঘটিত হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজমুল হক কামাল বলেন, চুরির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com