চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে কবিতা কন্ঠের উদ্যোগে দুদিনব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় পদক্ষেপ গণপাঠাগারে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল। কবিতা কন্ঠের সভাপতি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ও প্রখ্যাত আবৃত্তি শিল্পী সৈয়দ ফয়সাল আহমেদ। এতে বক্তব্য রাখেন পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক এস এম মিজান, আতাউর রহমান মিলন ও নুর উদ্দিন।
দুদিনব্যাপী আবৃত্তি প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী সৈয়দ ফয়সাল আহমেদ ও মাজহারুল ইসলাম রুবেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com