নবীগঞ্জের করগাঁওয়ে জেলা প্রশাসক দেবী চন্দ
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ ও মানসম্মত শিক্ষার বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃৃহস্পতিবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, মাদক নিয়ন্ত্রণে শিক্ষার কোনো বিকল্প নেই। রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যানের মাধ্যমে প্রস্তাবনা দিতে হবে যা উন্নয়নে কাজে লাগবে। তিনি আরো বলেন, জেলা প্রশাসক নিজের জন্য কাজ করে না। সাধারণ মানুষের জন্য কাজ করে। কাজের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ পায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বড় ভাকৈর ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হাবিবুর রহমান, গীতা পাঠ করেন শিক্ষক কমলাকান্ত আচার্য্য। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শৈলেন কুমার দাশ, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাগর মিয়াসহ ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য-সদস্যা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং সুশিল সমাজের ব্যক্তিবর্গ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com