নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল তিনি নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজমান আলী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে উপজেলার বৃহত্তম ইউনিয়ন গজনাইপুর যান। গ্রামটির আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে সুবিধা বঞ্চিত মানুষ। এসব মানুষের সাথে কেয়া চৌধুরীর নিবিড় আন্তরিক সম্পর্ক বিরাজমান। এ সম্পর্কের ভিত্তিতে মানুষের ভালবাসা আর আস্থায় আবারো সিক্ত হলেন কেয়া চৌধুরী। কেয়া চৌধুরীকে কাছে পেয়ে লোয়ারু, কান্দিগাঁও, শতক, সৈয়াদাবাদ গ্রামের মানুষের মুখে ফুটে উঠে কেয়া চৌধুরী মাধ্যমে আসা শেখ হাসিনা সরকারের বহু উপহারের কথা। দিনারপুর কলেজ, দিনারপুর হাইস্কুলে বহুতল ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, প্রাথমিক বিদ্যালয়, প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ, ব্রীজ, ডিপ টিউবওয়েল, মসজিদ, মন্দির ও সড়ক নির্মাণসহ বহু উন্নয়ন শেখ হাসিনার অগণিত উপহার তার দায়িত্বকালিন সময়ে তিনি করেছিলেন। আজও এগুলো মানুষের অন্তরে রয়েছে। কেয়া চৌধুরী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকতে এবং নৌকাকে বিজয়ী করতে গজনাইপুর ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন- বঞ্চিত মানুষের সেবা করাই আওয়ামী লীগের লক্ষ্য। এসময় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালিক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী কাইয়ূম মিয়া, বিশিষ্ট মুরুব্বী চুন্নু মেম্বার, ফুল মিয়া, আব্দুল হক, নাসির আলী, রব্বানী, সুবল প্রমূখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com