নবীগঞ্জের সুশীল সমাজের সাথে জেলা প্রশাসক দেবী চন্দ এর মতবিনিময়
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ’র সাথে নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কাজ করতে হলে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একার পক্ষে কাজ করা সম্ভব নয়। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক রয়েছেন। এর মধ্যে হাতেগোনা কয়েকজন মেয়ের মধ্য আমি একজন। মেয়ে হিসেবে আপনারা আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছেন এটাই আমার সার্থকতা। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আমাদের সন্তানদের গান, কবিতা, নাটক, নৃত্য’র প্রতি যদি সম্পৃক্ত করা যায় তাহলে তাদেরকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, নারায়ন রায়।
উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক অঞ্জন রায় ও স্বপন রবি দাশ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুলাল চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com