স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের এক কলেজছাত্রী সিলেটে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২৫ জুলাই মঙ্গলবার এ ঘটনাটি ঘটে। মেয়েটি বানিয়াচং উপজেলার রঘুচৌধুরী পাড়ার বাসিন্দা ও সুফিয়া মতিন কলেজের ২য় বর্ষের ছাত্রী।
মেয়েটি জানায়, দেড় বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সিলেট জেলার বিয়ানীবাজার এলাকার হেলাল মিয়ার পুত্র কাপড় ব্যবসায়ী শহিদ আহমেদ এর সাথে। কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর দেখা করার জন্য গত ২৫ জুলাই বানিয়াচং থেকে সিলেট যায় ওই ছাত্রী। সেখানে শাহজালাল আবাসিক হোটেলে তাকে রেখে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায় লম্পট শহিদ। পরদিন বাড়িতে ফিরে এসে বিষয়টি পরিবারের লোকজনদের অবগত করে মেয়েটি। বাড়ি ফিরে যোগাযোগের চেষ্টা করলে কোন সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়ে ওই ছাত্রী। গতকাল দুপুরে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com