ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব মোকাবেলা ও শহরে মশার প্রকোপ কমাতে মশক নিধন অভিযান পরিচালনা করছে হবিগঞ্জ পৌরসভা। মাসব্যাপী এ অভিযানে হবিগঞ্জ পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানো হচ্ছে। এছাড়াও সরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস কম্পাউন্ডে মশার ঔষধ ছিটানো হয়েছে। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘পৌরসভার এ মশক নিধন অভিযান অব্যাহত থাকবে।’ তিনি বাসা-বাড়ী ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি