মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিভিন্ন প্রকার আতশবাজি উদ্ধার করেছে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নিজনগর গ্রামের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আতশবাজি উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি’র হরষপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার আইয়ুব আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকার ২ হাজার ১৭৭ প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী আতশবাজি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com