নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনাঞ্চল থেকে গাছ কাটার দায়ে এক বনদস্যুকে আটক করেছে বন প্রহরীরা। তাকে ছিনিয়ে নিতে হামলা চালায় তাদের সহযোগীরা। এসময় ‘আত্মরক্ষায়’ গুলি ছোড়েন বনকর্মী সদস্যগণ। হামলাকারীদের মধ্যে একজন পালিয়ে যাওয়ার সময় বনদস্যু বাহিনীর সদস্য সুমন মিয়াকে (৩৫) আটক করা হয়। আটক বনদস্যু সুমন বাহুবল উপজেলার শিমুলিয়াম গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বিকেল ৫টার দিকে কালেঙ্গা রেঞ্জের বড় মুতা খাল থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ছনবাড়ি বিট কর্মকতা এ টি এম সিদ্দিকুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন।
জানা যায়, কালেঙ্গা রেঞ্জের ছনবাড়ি বিটের সংরক্ষিত বনের ভেতর গাছ কাটছিল কয়েকজন বনদস্যু। এমন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা রেঞ্জের ছনবাড়ি বিট কর্মকর্তা এ টি এম সিদ্দিকুর রহমান ও রেমা বিট কর্মকর্তা মোহাম্মদ আলী সেখানে যৌথ অভিযান চালান। এ সময় বন প্রহরীরা চোরচক্রের সদস্য সুমনকে আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছনবাড়ি বিট কর্মকতা এ টি এম সিদ্দিকুর রহমান বলেন, আটক সুমনকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com