২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ শিক্ষক পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান। সভায় প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী, প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম মল্লিক, সহযোগী অধ্যাপক আল্পনা কর্মকার, আবু আহমদ আহসান কবির, এ.কে.এম হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল আলী, হায়াত মাহমুদ রাশেল, মোঃ সাহেবুল আলম, প্রভাষক মিলি আক্তার তমা, প্রিয়াংকা বিশ্বাস, রিপন চন্দ্র ধর। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব। সভায় ১৯৭১ সালে বৃন্দাবন সরকারি কলেজে হতে যে সকল শিক্ষক, ছাত্র এবং কর্মচারী মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তাঁদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিফলক নির্মাণের প্রস্তাব করা হয়। তাছাড়া বাদ জোহর কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, সন্ধ্যা ৭টায় কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন এবং রাত ৯টায় ১ মিনিটের জন্য কলেজ প্রাঙ্গণ ব্লাকআউট করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com