মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ ভারতের কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর বাহুবল তৌহিদী জনতার ব্যানারে হাজারো মুসল্লির উপস্থিতিতে উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। মাওলানা আব্দুল বারী আনছারী’র সভাপতিত্বে ও হাফেজ আব্দুন নূরের পরিচালনায় বক্তব্য রাখেন কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, দৌলতপুর আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (কওমী মাদ্রাসা বোর্ড) বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, কাশ্মীরে আমাদের ভাইবোনেরা বছরের পর বছর অত্যাচারিত হয়ে যাচ্ছে, এসবের শেষ চাই। আমরা চাই স্বাধীন কাশ্মীর। চাই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার।
বক্তারা আরও বলেন, মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে স্বাধীনতা দেয়ার পরিবর্তে ভারত এখন কাশ্মীরের বিদ্যমান স্বায়ত্ত্বশাসনটুকুও কেড়ে নিয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘন। বক্তারা মোদি সরকারের সমালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com