চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২নং ওয়ার্ড পূূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়ায় শ্রীশ্রী ঝুলন যাত্রা মহোৎসব শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে আয়োজকরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবছর নিয়ে ৬ বছর পূর্ণ হবে। শ্রীশ্রীমদন মোহন জিউর আখড়ার সেবাহেত পরমানন্দ বৈষ্ণব জানান, আগামী ১০ আগস্ট শনিবার থেকে ১৫ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত এ ঝুলন যাত্রা মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হবে। এ মহোৎসবে দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটে। তাছাড়াও ঝুলন যাত্রা মহোৎসবে প্রতিদিন ভোগরাগ, সন্ধ্যায় সন্ধ্যারতি, রাত ১০টায় নাম সংকীর্তন পরিবেশনায় স্থানীয় ভক্তবৃন্দ এবং মহাপ্রাসাদের ব্যবস্থা থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com