স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা শামছুল হক, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদি ও মোঃ আব্দুল ওয়াদুদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুর মোহাম্মদ। প্রধান অতিথি তার বক্তব্যে তরুণদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পরে প্রধান অতিথি ২৬ জন কৃতি ছাত্রছাত্রীর মধ্যে সৌজন্য উপহার এবং জেলার ৪০টি মসজিদ পাঠাগার ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি স্টিল আলমারি ও মূল্যবান পুস্তক বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com