নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ফেরদৌস আলম মিথ্যা মামলায় ১০ দিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ জজ কোর্টে ফেরদৌস আলমের পক্ষে জামিন প্রার্থনা করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূরুজ্জামান।
উল্লেখ্য, গত ১ মার্চ চেয়ারম্যান ফেরদৌস আলম নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। তখন কোর্ট ফেরদৌস মিয়াকে জামিন না দিয়ে হাজতে প্রেরণ করেন।
স্নানঘাট ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান ফেরদৌস আলম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে আমাকে দূরে রাখার হীন উদ্দেশ্য নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ওয়াহিদ হত্যা মামলার তদন্তকারী সংস্থা সিআইডিকে ব্যবহার করে চার্জশীটে আমার নাম অন্তর্ভূক্ত করে। অথচ ওয়াহিদ হত্যাকান্ডের ঘটনায় বাদীর দায়ের করা মামলা ও পরবর্তীতে তদন্তকারী সংস্থা পিবিআই’র চার্জশীটে আমার নাম ছিল না। কিন্তু আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি পক্ষ অহেতুকভাবে ওয়াহিদ হত্যাকান্ডে আমার নাম জড়িয়ে সামাজিকভাবে হয়রানির পায়তারায় লিপ্ত রয়েছে। চেয়ারম্যান ফেরদৌস আলম আরো বলেন, আমার বিরুদ্ধে করা এ অন্যায়ের বিচার জনগণ ভোটের মাঠেই দিবেন বলে আমি মনে করি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com