স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরে আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার বিকালে বিদ্যুত উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং করে শহরবাসীকে এ বিষয়ে অবগত করা হয়।
বিদ্যুত বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ত্রুটিপূর্ণ লাইন দিয়ে বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া এসব লাইনে লতা পাতা ঝুলে আছে। সামান্য বৃষ্টি ও বাতাস দিলেই বিদ্যুত বন্ধ হয়ে যায়। মূলত এসব লাইন মেরামত ও বিদ্যুতের তারের উপর দিয়ে যাওয়া জঞ্জাল পরিস্কারের জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ মকবুল হোসেন বলেন, বিদ্যুত লাইনের মেরামত কাজের জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে সময় পরিবর্তন হতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com