স্টাফ রিপোর্টার \ প্রথম দফা হামলা-ভাংচুরের ২৪ ঘন্টা পার হতে না হতেই শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় এন.এম ফজলে রাব্বী রাসেলের মালিকানাধীন রাসেল মার্কেটে আবারও হামলা-ভাংচুর চালিয়েছে সৈয়দ ফুরকান আলী ও তার লোকজন। গতকাল শুক্রবার প্রতিদিনের মতো মার্কেটের দোকান মালিকরা দোকান খুলে তাদের ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ সকাল সাড়ে নয়টায় ফুরকান আলী ও তার লোকজন মার্কেটে প্রবেশ করে ভাংচুর শুরু করে এবং তাদের কাছে চাঁদা দাবি করে। কিন্তু ব্যবসায়ীরা চাঁদা দিতে অনিহা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফুরকান আলী ও তার লোকজন মার্কেটের দোকানগুলোতে লুটপাট ও হামলা চালায় এবং মার্কেটের ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা জোরপূর্বক দোকানে তালা লাগিয়ে বন্ধ করার হুমকি দেয়। হামলার খবর শুনে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফুরকান আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে ফুরকান আলী আর কোনদিন সে বা তার কোন লোকজন এন.এম ফজলে রাব্বী রাসেলের মালিকানাধীন রাসেল মার্কেটে কোন প্রকার চাঁদা দাবি, হামলা বা কোন উদ্দেশ্যে প্রবেশ করবে না বলে মুচলেকা দিয়ে ছাড়া পায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com