মাধবপুর প্রতিনিধি \ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা শংকর পাল চৌধুরীর শ্রীদূর্গা ভান্ডারে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা দোকানের পেছনে ঘরের চালের টিন কেটে সিলিং ভেঙ্গে কৌশলে দোকানে ঢুকে দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দোকানের পরিচালক দ্বিজেন্দ্র পাল চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে শুক্রবার সকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, সিসি ক্যামেরা দেখে চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com