স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোঃ বাচ্চু মিয়া (৫৫) নামে এক বাসযাত্রীর ব্যাগ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী একটি বাসে তল্লাশি চালিয়ে তক্ষকসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত বাচ্চু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে।
সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এ সময় বাসযাত্রী বাচ্চু মিয়ার ব্যাগে লাল-কালো-ধূসর মিশ্র বর্ণের একটি তক্ষক পাওয়া যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, আসামির হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা প্রায় ১শ’ গ্রাম ওজনের একটি ১২ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার করা হয়।
আসামি বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষকে ঠকিয়ে তক্ষক সংগ্রহ করে কেনা-বেচা করে থাকে, বলে স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com