স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভাসমান সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলিপ কুমার অধিকারী। বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপ সহকারি আবুল হাসেম। উপজেলার ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com