মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জের নবীগঞ্জে টমটম (ইজিবাইক) এর ধাক্কায় প্রাণ হারাল মাহিশা আক্তার নামে আড়াই বছরের এক শিশু। নিহত মাহিশা আক্তার উপজেলার বাউশা ইউনিয়নের কামিরাই গ্রামের খরছু মিয়ার মেয়ে। মঙ্গলবার দুপুরে কামিরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মাহিশা বাড়ির পার্শ্ববর্তী একটি রাস্তায় খেলাধুলা করছিল। এসময় একটি দ্রুতগামী টমটম তাকে রাস্তার মধ্যে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টমটমটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহত মাহিশার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com