কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর বাজারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
কয়েক বছর যাবত প্রভাবশালী কয়েক ব্যক্তি সরকারি জমির উপর দোকানঘর তৈরি করে ব্যবসা করছিল। এ ব্যাপারে জেলা প্রশাসক এর কার্যালয় থেকে নোটিশ দেয়া হলেও দখলদাররা সরকারী জমির দখল ছাড়েননি। গতকাল চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পালের নেতৃত্বে এক্সকেভেটর দিয়ে অবৈধ দোকানপাট গুড়িয়ে দিয়ে ৩০ শতাংশ জমি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ, চুনারুঘাট উপ-সহকারী প্রকৌশলী ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com