স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুতুবখানী হাওরে কৃষকের সবজি জমিতে হামলা চালিয়ে কৃষকসহ অন্তত ৫জনকে আহত করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত ২জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকালে সদরের কুতুবখানী হাওরে।
জানা যায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একই এলাকার কবির মিয়ার সাথে তর্ক বিতর্ক হয় মোদাচ্ছির মিয়ার। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন অর্তকিত হামলা চালায় পাশ^বর্তী জাহের মিয়ার সবজি জমিতে। জমিতে কর্মরত জাহের মিয়াকে মারপিট করে। এসময় বাবাকে বাঁচাতে ছেলে ইব্রাহিম এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতবস্থায় জাহের এবং ইব্রাহিমকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। জাহের এবং ইব্রাহিম মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয়। তাদের মাথায় একাধিক সেলাই দেয়া হয়েছে। গতকাল সরেজমিন জাহের মিয়ার সবজি জমিতে গিয়ে দেখা যায়, এ হামলায় তাদের সবজি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জাহের মিয়ার ছেলে মোজাম্মিল সাংবাদিকদের জানান, আমার চাচার সাথে কবির মিয়ার তর্ক বিতর্ক হয়, এ বিষয়ে আমরা কিছুই জানি না, অথচ হামলা চালানো হয়েছে আমাদের উপর। এ হামলায় আমাদের সবজি জমির টমেটো, বেগুন, মিষ্টি লাইসহ ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। হামলাকারীরা বীরদর্পে চলে যাওয়ার সময় আমাদের সবজি জমিতে থাকা মূল্যবান ঔষধপত্রও ছিনিয়ে নিয়ে যায়। এ হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।