স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার প্রাণীর নামক স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ লিটন মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। এ সময় ৫ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। আটককৃত লিটন উপজেলার দুধপাতিল গ্রামের আক্তার মিয়ার পুত্র। উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।
আটককৃত মালামালসহ লিটন মিয়াকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com