স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আতাউর রহমান মাসুক মনোনয়নপত্র বৈধতার জন্য জেলা প্রশাসকের কাছে আপিল আবেদন করেছেন। এছাড়াও মনোনয়নপত্র বৈধতার জন্য আপিল আবেদন করেছেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুখলিছ মিয়া। দৈনিক হবিগঞ্জের মুখকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন- আজ সোমবার আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, স্বতন্ত্র মেয়র প্রার্থী আতাউর রহমান মাসুকের মনোনয়নপত্রের সাথে দাখিল করা ১০০ ভোটার সমর্থকের মধ্যে ১জন ভোটার শায়েস্তাগঞ্জ পৌরসভার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন অফিস তদন্তে দেখতে পায়, ওই ভোটার গাজীপুর সিটি করোরেশনের টঙ্গী এলাকার। ওই ভোটারের জন্য মেয়র প্রার্থী আতাউর রহমান মাসুকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুখলিছ মিয়া ঋণখেলাপী থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com