স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে হবিগঞ্জ শহরের বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের শরিফাবাদ গ্রামের বাসিন্দা।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক মিয়া ১৯৬৩ সালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ৪নং সেক্টর কমান্ডার মেজর সি আর দত্তের নেতৃত্বে সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন এনামুল হকের অধীনে শমসেরনগর, ভানুগাছ, কমলগঞ্জ অঞ্চলে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
আজ সোমবার দুপুর ২টায় হবিগঞ্জ শহরস্থ মুসলিম কোয়ার্টার চিলড্রেন পার্কে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com