ইসলামী সংগ্রাম পরিষদ লাখাই উপজেলা শাখা গঠনের লক্ষ্যে গতকাল রবিবার সকাল ১১টায় ভাদিকারা মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাওলানা আবু সালেহ সাদী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল হালিম, আলহাজ¦ মহিব উদ্দিন আহমদ সোহেল। সভায় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন মাওলানা নুরুল হুদা, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আমিনুল এহসান মাসুম, মাওলানা আব্দুল ওয়াদুদ ও মাওলানা তাজুল ইসলাম। এছাড়াও মাওলানা তাজুল ইসলাম (সাতাউক)-কে আহবায়ক, মাওলানা তোফায়েল আহমদ (তেঘরিয়া)-কে যুগ্ম আহবায়ক, মাওলানা আব্দুল লতিফকে সদস্য সচিব ও মাওলানা শরীফ উদ্দিনকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ইসলামী সংগ্রাম পরিষদ লাখাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। শেষে আল্লামা ওলীপুরীর রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com