হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদ পুর গ্রামের আকির ডেইরি ফার্ম এর স্বত্ত্বাধিকারী মোঃ আকির হোসেনকে “বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার-২০২০” এ ভূষিত হওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর, হবিগঞ্জ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৩ নভেম্বর যুব উন্নয়ন অধিদপ্তর,হবিগঞ্জ এর ধুলিয়াখালস্থ অফিসে এক কর্মশালায় এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক। সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ ফখর উদ্দিন। মোঃ আকির হোসেন “বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার-২০২০” এ ভূষিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান এমপি আবু জাহির। তিনি বলেন, হবিগঞ্জ জেলার সফল আত্মকর্মী মোঃ আকির হোসেন এই পদক পাওয়ায় সারা দেশে হবিগঞ্জ জেলার সুনাম বৃদ্ধি পেয়েছে। আকির অক্লান্ত পরিশ্রম করার কারণেই হবিগঞ্জ এর জন্য গৌরবময় অধ্যায়ের সৃষ্টি করেছেন। আকির এর ন্যায় এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি যুবদের প্রতি আহবান জানান। সংবর্ধনার জবাবে আকির বলেন, আমি যুব উন্নয়ন অধিদপ্তর হবিগঞ্জ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ডেইরি ফার্ম প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে শুধু হবিগঞ্জ জেলার নয় জাতীয়ভাবে সফল আত্মকর্মী হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এ পুরস্কারে ভূষিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি ভবিষ্যতে যুব সমাজকে আত্মকর্মী হিসাবে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করবেন মর্মে অভিহিত করেন। এ ব্যাপারে প্রধান অতিথিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি আকির ডেইরি ফার্ম এর স্বত্ত্বাধিকারী মোঃ আকির হোসেনকে এ পুরস্কার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি