এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় ডিসি
মঈন উদ্দিন আহমেদ ॥ এসডিজি বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর ৩১ দফা উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে হলে আমাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের আশপাশের এক ইঞ্চি জায়গাও অনাবাদি রাখা যাবে না। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়া সম্ভব। মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট কার্যক্রমের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হুসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন বাপ্পা ও আনিসুল রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন। কর্মশালায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিব, স্কুল-কলেজের শিক্ষকগণ অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা ৫ জন করে ১০টি গ্রুপে ভাগ হয়ে টিম লিডারের মাধ্যমে লিখিত পরিকল্পনা প্রদান করেন।