এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল (নৌকা), স্বতন্ত্র ফয়জুল ইসলাম ফজল (চশমা), স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম ফরিদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রূপক (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী উসমান গনি (মোটর সাইকেল)। এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। এ দিকে প্রতিক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থীরা এলাকায় পোস্টার লাগানোর পাশাপাশি জোরে-সুরে প্রচারণায় মেনেছেন। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রতিকে ভোট প্রার্থনা করছেন।
আগামী ১০ ডিসেম্বর রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com