মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জ শহরের গরুবাজার এলাকায় মাদকসেবী স্বামীর দা’র কোপে জামিলা আক্তার মিম (২০) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে। আহত মিম শহরের গরুর বাজার এলাকার জুয়েল মিয়ার স্ত্রী ও বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের কিম্মত আলীর কন্যা।
সূত্র জানায়, দুই বছর আগে জুয়েল মিয়ার সাথে প্রাণ কোম্পানিতে চাকরির সুবাদে পরিচয় হয় মিমের। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এর কিছুদিন পরই পরিবারের অমতে তারা পালিয়ে বিয়ে করে। বিয়ের কয়েক মাস তাদের দাম্পত্য জীবন ভালো কাটলেও গত এক বছর ধরে জুয়েল মাদক সেবনে জড়িয়ে পড়ে। প্রায়ই সে মাদক সেবনের টাকার জন্য মিমের উপর অত্যাচার করে। রোববার সকালে জুয়েল তার স্ত্রীর কাছে টাকা দাবি করলে মিম টাকা দিতে অনিহা প্রকাশ করে। এতে রেগে গিয়ে জুয়েল ঘরে থাকা দা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশিরা মিমের চিৎকার শুনে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com