স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিএমডিসি রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও ডাক্তার পদবি ব্যবহার করে অবৈধ গর্ভপাত ও ডেলিভারি কার্যক্রম পরিচালনা করায় জয়ন্তী রাণীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।
জেলা প্রশাসন সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিকে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান ও দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাক্টিশনারের অনুপিস্থিতি ইত্যাদি কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিএমডিসি রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও ডাক্তার পদবি ব্যবহার করে অবৈধ গর্ভপাত, ডেলিভারি কার্যক্রম পরিচালনা এবং লাইসেন্সবিহীন ক্লিনিক স্থাপনের দায়ে জয়ন্তী রাণীকে (৩২) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক এবং শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।
ডাঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন- লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী ২টি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com