স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া ব্রিজসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করায় ব্রিজের এপ্রোচ থেকে মাটি সরে যাচ্ছে এবং ব্রিজগুলো হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন রুবেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে মাছুলিয়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রিজ এবং বাঁধের কাছ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলনের সরঞ্জামাদি ভেঙে নদীতে ফেলে দেয়া হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন এসআই উৎসব কর্মকারসহ একদল পুলিশ।
সূত্র জানায়, একটি প্রভাবশালী মহল মাছুলিয়া ব্রিজ, কিবরিয়া ব্রিজ, সাইফুর রহমান ব্রিজ, মশাজান ব্রিজ, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসহ বিভিন্ন এলাকার ব্রিজের গোড়া এবং নদীর বাঁধের কাছ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে পাচার করছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে।