বানিয়াচং প্রতিনিধি ॥ পজিটিভ সংবাদ একটি সমাজ ও রাষ্ট্রের চেহারা পাল্টে দিতে পারে, দেশ ও সমাজের ভালো ও মন্দ ঘটনার বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে সাংবাদিকগণ নিরলসভাবে সার্বক্ষণিক কাজ করছেন। সাংবাদিক সমাজের অনুসন্ধানী লেখনীর মাধ্যমেই উঠে আসে দেশ-সমাজের প্রকৃত চিত্র। যা আমাদের জানার বাইরে থাকে তা আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। সাংবাদিকগণ যেমন অন্যায়-অবিচার ও অনিয়মের সংবাদ প্রকাশ করবেন তেমনি উন্নয়ন ও দেশের অগ্রগতি নিয়েও লেখবেন বলে আমি আশা প্রকাশ করছি। এক যুগ আগে একটি পিছিয়ে পড়া অনুন্নত বানিয়াচং উপজেলা আর বর্তমান সময়ের যে উন্নত বানিয়াচং তা সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকাশ করা হবে বলেও আমি আশা প্রকাশ করছি।
বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের আধুনিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এসব কথা বলেন। এ সময় তিনি বানিয়াচংয়ে কর্মরত সকল সাংবাদিকদের কল্যাণে প্রেসক্লাবের স্থায়ী জমি ও ভবন নির্মাণের জন্য সকল ধরনের সহযোগিতার আশ^াস দেন। প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান আহমদ জুলকারনাইন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান মৌঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জেলা তাতীলীগ নেতা পারভেজ আলম খান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, যুবলীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক। মিলাদ মাহফিলে দোয়া করেন মাওঃ সিরাজুল ইসলাম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com