বানিয়াচং প্রতিনিধি ॥ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীরা দেশব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। এরই অংশ হিসেবে বানিয়াচং উপজেলায়ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারী অফিসের কর্মচারীবৃন্দ। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত (১৬-১১ গ্রেডভূক্ত) কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ পদবী পরিবর্তন/পদোন্নতির দাবিতে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল ৯টায় বানিয়াচং উপজেলায় গিয়ে দেখা যায়, সকল প্রকার দাপ্তরিক কাজ থেকে বিরত থেকে অফিসের আওতায় সকল কর্মচারীবৃন্দ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com