হবিগঞ্জ প্রেসক্লাবে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার ॥ প্রত্যেক সংবাদকর্মীকে সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোন তথ্য শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করতে হবে। অত্যন্ত সতর্কতা অবলম্বন করে তথ্য শেয়ার করতে হবে। অনেকে পেশাদারিত্ব ভুলে গিয়ে তথ্য যাচাই বাছাই না করে সংবাদ পরিবেশন করে থাকেন। এতে অনেক বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্কতা অবলম্বন করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম। পাশাপাশি তিনি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতেও সাংবাদিকদের প্রতি আহবান জানান। গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। গতকাল প্রশিক্ষণ প্রদান করবেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রসঙ্গত, হবিগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। প্রশিক্ষণে প্রেসক্লাব সদস্যদের মধ্য থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন গণমাধ্যম কর্মী অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com