সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ ফ্র্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে লাখাই উপজেলার কালাউক বাজার ও বুল্লা বাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব নবীর অপমান, সইবোনা আর মুসলমান’ এরকম বিভিন্ন শ্লোগানে সহ¯্রাধিক মানুষের অংশগ্রহণে শুক্রবার জুমআর নামাজের পর সম্মিলিত তৌহিদী জনতার ব্যানারে বুল্লা বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বুল্লা বাজার চৌরাস্থায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সিংহগ্রাম ইয়াছিনীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সুহাইল আহম্মদের সভাপতিত্বে ও হাবিবুর রহমান আজনুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক, মাওলানা মোহতাসিম বিল্লাহ, মাহমুদ হাসান প্রমূখ। সমাবেশে বক্তারা মহানবী (সাঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানান। সেই সাথে ফ্রান্সের পণ্য বর্জনেরও দাবি জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com