স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হবিগঞ্জ জেলা শাখার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ৯টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ গউছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পংকজ কান্তি পল্লবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সফিকুর রহমান, আব্দুল খালেক, হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোঃ আব্দুস শহীদ, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আবু নাঈম, বীরমুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিক মিয়া, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব, সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সহ-সভাপতি শেখ শাহ আলম, সামছুজ্জামান চৌধুরী, হোসেন মামুনুর রহিম রূপক, সুজিত দাশ, তানভীর চৌধুরী (এনামুল হক বাবুল), আব্দুল্লাহ আল হোসেন, মোঃ ফরিদ মিয়া, প্রণয় চক্রবর্তী, প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের আহ্বায়ক আফম ফখরুদ্দিন খান পারভেজ, যুগ্ম আহ্বায়ক সমিরণ কিশোর দাশ, সদস্য সচিব শাহ জয়নাল আবেদিন রাসেল, হবিগঞ্জ সদর উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমান বাবুল, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আবু বক্কর তরফদার, হবিগঞ্জ পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অপু, মেহেরুন্নেছা চৌধুরী মজু, আব্দুল হক, আব্দুল মালেক, রাজু , রমজান, অনুপ কুমার, সঞ্জয়, আনোয়ার হোসেন, মোঃ কবির আহমেদ, সাইফুল ইসলাম টুটুল, অজয় দাশ, জয় দাশ, অপু দাশ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com