উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিতে পদ-পদবী নিয়ে বিরোধের জের
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গত ১ সেপ্টেম্বর মোবাশ্বির আহমদ মজনুকে আহবায়ক ও শরিফ উদ্দিন ঠাকুরকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বানিয়াচং উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। এই কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয় জহির লস্কর ও মোঃ দিলোয়ার হোসেনকে। কমিটিতে তারা সম্মানজনক পদবী না পাওয়ায় তাদের নেতৃত্বে অন্যান্য পদ বঞ্চিতরা বড়বাজারে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বানিয়াচং সদরে ঝাড়– মিছিল করে। এরই প্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর জেলা কমিটি জহির লস্কর ও মোঃ দিলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ করে। জবাব সন্তোষজনক না হওয়ায় গত ২৯ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুস সাকিব স্বাক্ষরিত এক নোটিশে জহির লস্কর ও মোঃ দিলোয়ার হোসেনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। উক্ত নোটিশের কপি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরিফ উদ্দিন ঠাকুরের ফেসবুকে আপলোড ও কমেন্টকে কেন্দ্র করে শরিফ উদ্দিন ঠাকুর ও জহির লস্করের নেতৃত্বে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিক বানিয়াচং থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক বাজার এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। আইন-শৃঙ্খলার অবনতি হয় এসব কার্যক্রম যারাই করবে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।