আঞ্জুমানে মফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক বেওয়ারিশ পুরুষের লাশ (৫০) দাফন করেছে। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার রূপ শংকর গ্রামের পাশে মহাসড়কে গাড়ি চাপায় নিহত অজ্ঞাতনামা পুরুষের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে হস্তান্তর করে। বিকেলে জানাজা নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, সাঈদ খান, জাহির মিয়া, ফজলুল করিম ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
পুলিশ সূত্র জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত কোন গাড়ি চাপায় সে মারা গেছে। পরে লাশ মহাসড়কে পড়ে থাকে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com