সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার বাহুবল থেকে রামপুর ভায়া নোয়াগাঁও, জয়নাবাদ, মৌড়ি রাস্তায় সদরের করাঙ্গী নদীর উপর ব্রীজ না থাকায় পূর্বাঞ্চলের ২০টি গ্রামের মানুষ দীর্ঘদিন যাবৎ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছিল। বর্ষা মৌসুমে অন্তহীন দুর্ভোগের শিকার হন এলাকাবাসী। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪২ মিটার দৈর্ঘ্য ব্রিজটি ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে। ২৩ আগস্ট সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভুইয়া, উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিন, টিকাকার মোস্তফা কামাল প্রমুখ।