স্টাফ রিপোর্টার ॥ গতকাল ৯ আগস্ট সকাল থেকেই ইন্টারনেটেরে গতি কম হওয়ায় দারুণ ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। কারণ হিসেবে জানা গেছে, পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছে, ফলে গতি হারিয়েছে ইন্টারনেট। গণমাধ্যকে দুপুরে এমনটা জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) কর্তৃপক্ষ।
তাদের কাছ থেকে জানা যায়, এখন সাবমেরিন কেবলের মেরামতের কাজ চলছে এবং রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
জানা যায়, দেশে যে ব্যান্ডইউথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে সরবরাহ করা হয়। ওই লাইন বন্ধ থাকায় সারা দেশে গ্রাহকরা ধীরগতির সমস্যায় পড়েছেন। এই স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫০০ গিগাবিট (জিবি) গতির ইন্টারনেট পায় বাংলাদেশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com