স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান সহিদউদ্দিন আহম্মদ, ভূমি কর্মকর্তা দেবী প্রসাদ কর, সার্ভেয়ার সহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল সরকারের খাস জায়গা দখল করে অবৈধভাবে গৃহ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান- ছাতিয়াইন বাজারে অবৈধ তিনটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com