স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে সিআইজি মৎস্য সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজ এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে তারা এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন- “ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে ২টি করে মোট ৩০টি রেজিস্ট্রেশনপ্রাপ্ত সিআইজি মৎস্য সমবায় সমিতি রয়েছে। কিন্তু গত ২ বছর ধরে বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার দায়িত্ব নেয়ার পর থেকে মোঃ আলম কোন প্রকল্প বাস্তবায়ন করেননি। খামারীদের কোন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করেনি তিনি। এছাড়াও তিনি খামারীদের কোন মাছের রেনু পোনা দেননি। মৎস্য কর্মকর্তা মোঃ আলম একই অফিসে ২০ বছর যাবত কর্মরত ক্ষেত্র সহকারী হাবিবুর রহমানের সহযোগিতায় সই জাল করে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন বরাদ্দ উত্তোলন করে আত্মসাত করছেন। উপজেলা মৎস্য বিভাগে সরকারি যে অনুদান আসছে, সেই অনুদানের টাকা আত্মসাত করছেন মৎস্য কর্মকর্তা মোঃ আলম ও তার সহযোগিরা। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তার কাছে আলমের দুর্নীতির বিষয়ে মৌখিকভাবে অভিযোগ দিলে তিনি কোন পদক্ষেপ গ্রহন করেনি। বরং জেলা মৎস্য কর্মকর্তাও তাদের আশ্রয় দিচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমের প্রত্যাহারের দাবি জানান তারা। প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলমপুর সিআইজি মৎস্য সমবায় সমিতি লি: এর সভাপতি মোঃ আলী হায়দার, মোঃ বাছির মিয়া, হেলাল মিয়া, শাহাব উদ্দিন, আজিজ মিয়া, ফরিয়াদ মিয়া সফিক মিয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com