স্বপন বণিক ॥ আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নে সংঘর্ষে রাজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকাল ৫টায় এই ঘটনা ঘটে। নিহত রাজিব পশ্চিমবাগ কদমতারা গ্রামের আলী রেজেন্ট মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পশ্চিমবাগ কদমতারা গ্রামে রাজিব ও মোস্তাকিম মিয়া নামে দুই তরুণের মাঝে ব্যাটারী চালিত ইজিবাইক টমটম চালানোর ঝগড়া নিয়ে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে রাজিব গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে রাজিব মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আজমিরীগঞ্জ থানার শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com