মোঃ আশরাফুল ইসলাম রিয়াদুল
চারিদিক স্তব্ধ নিঝুম
বৃষ্টিতে প্রকৃতি করে স্নান
দূর হয়ে যায় তার অম্লান
বৃষ্টি পরে ঝুম ঝুম।
জেলেরা পার করে দিন নির্ঘুম
খাল বিল পথ ঘাট ভরে যায় জলে
হরেক রকম মাছ ধরে জেলে
বৃষ্টি পরে ঝুম ঝুম।
সারি সারি নৌকায় পরে যায় ধুম
নৌকা দেখিতে আসে শিশুরা
আনন্দ উল্লাসে মেতে উঠে তারা
বৃষ্টি পরে ঝুম ঝুম।
সারাদিন রবি থাকে ঘুমে
রাতের আকাশে দেখা যায় না তারা
প্রকৃতি পায় না আলোর দিশারা
বৃষ্টি পরে ঝুম ঝুম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com